0
13
7
Chat

জেনে নিন এবছরের সাহরি ও ইফতারের সময়সূচি (মাগফিরাতের ১০ দিন)

2025-03-15 05:12:54 52


হ‍্যালো শাওমি ফ‍্যানস, আসসালামুআলাইকুম।
চলছে রহমত ও সংযমের মাস মাহে রমজান, সবাইকে শাওমি কমিউনিটি বাংলাদেশের পক্ষ থেকে জানাই রমজান মোবারক। এই মাসে সকল মুসলমানেরা আল্লাহর সন্তুষ্ঠির জন‍্য দিনব‍্যাপি রোজা রাখেন এবং বেশি করে ইবাদত করেন। রোজা রাখার ক্ষেত্রে আমাদের সেহরি ও ইফতারের সময়সীমা খেয়াল রাখতে হয় এবং এছাড়াও অনেক নিয়ম মেনে চলতে হয়। মহান আল্লাহ যেন এই মাসে আমাদের সকলের গুনাহ মাফ করে দেন এবং রোজা কবুল করে নেন।

বাংলাদেশে এবছরের সাহরি ও ইফতারের সময়সূচি:
মাগফিরাতের ১০ দিন -

রোজার নিয়ত

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

বাংলা উচ্চারণ : নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতারের দোয়া

بسم الله اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থ : হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিজের মাধ্যমে ইফতার করছি। (মুআজ ইবনে জাহরা থেকে বর্ণিত, আবু দাউদ, হাদিস : ২৩৫৮)


❂ শাওমি কমিউনিটি বাংলাদেশ কী?
মির অফিশিয়াল ফোরাম শাওমি কমিউনিটি বাংলাদেশ দেশের সর্ববৃহৎ টেক কমিউনিটি। শাওমি বাংলাদেশের সকল ধরণের অফিসিয়াল আপডেট এখানে শেয়ার করা হয়। এখানে শাওমি ফ্যানরা বিভিন্ন ধরণের টিপস, শাওমি ফোনে তোলা দারুণ সব ছবি, এক্সক্লুসিভ থিমসহ অনেক কিছুই শেয়ার করে থাকেন। এসবের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কিংবা ইভেন্টে যোগ দিয়ে আকর্ষণীয় পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ থাকছেই। সবথেকে বড় কথা আপনি এখানে সমমনা শাওমি ফ্যানদের সাথে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠতে পারবেন।

Reply


    Send
    7 Replies
    Loading...