Open Any Link By Defaut
আসসালামু আলাইকুম,
শাওমি কমিউনিটি বাংলাদেশ-এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রযুক্তির পরিবর্তন হচ্ছে, সাথে আমাদের-কেউ তাল মিলিয়ে চলতে হবে। নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করে দৈনন্দিন জীবনকে সহজ ও সুন্দর করে নিতে হবে।
মোবাইল প্রযুক্তির দুনিয়াকে সহজ করতে শাওমি বাংলাদেশ-এর পাশাপাশি শাওমি কমিউনিটি বাংলাদেশ কাজ করে যাচ্ছে। প্রযুক্তি বিষয়ক ও মোবাইল সম্পর্কিত বিভিন্ন নিউজ, সমস্যা-সমাধান ও অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা হয়।
আজ দেখাবো কিভাবে শাওমি কমিউনিটি অ্যাপ দ্বারা কোন লিংক সরাসরি open করবেন। অনেক সময় দেখা যায় Telegram-এ শেয়ার করা কোন লিংক কমিউনিটি অ্যাপ-এ open না হয়ে ব্রাউজারে চলে যাচ্ছে। এতে যে সমস্যাগুলো হয়---
- অ্যাপ -এ পোস্ট open হলে যে পয়েন্ট পাওয়া যায়, তা পাওয়া যাবে না।
- কমেন্ট করা যাবে না।
- লাইক করা যাবে না।
- Smoothness কম থাকে।
চলুন, কথা না বাড়িয়ে কাজে ফেরা যাক---
➤ Link সরাসরি Xiaomi Community App দিয়ে open করার প্রক্রিয়া:
- প্রথমে Settings থেকে Apps অপশনে যেতে হবে।
- উপরের ডান পাশের থ্রি-ডট থেকে Other settings ক্লিক করতে হবে।
- এরপর Default apps সিলেক্ট করার পর Opening links ট্যাপ করতে হবে।
- এবার Xiaomi Community অ্যাপ ট্যাপ করে Add link ট্যাপ করুন।
- এখন new.c.mi.com সিলেক্ট করে Add লেখা চাপুন।
আপনার কাজ শেষ।
এখন থেকে কমিউনিটি-র কোন লিংক-এ ক্লিক করলে ব্রাউজারে open না হয়ে সরাসরি Xiaomi Community App দ্বারা open হবে।
✪ শাওমি কমিউনিটি বাংলাদেশ কী?
শাওমির অফিসিয়াল ফোরাম শাওমি কমিউনিটি বাংলাদেশ দেশের সর্ববৃহৎ টেক কমিউনিটি। শাওমি বাংলাদেশের সকল ধরণের অফিসিয়াল আপডেট এখানে শেয়ার করা হয়। এখানে শাওমি ফ্যানরা বিভিন্ন ধরণের টিপস, শাওমি ফোনে তোলা দারুণ সব ছবি, এক্সক্লুসিভ থিমসহ অনেক কিছুই শেয়ার করে থাকেন। এসবের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কিংবা ইভেন্টে যোগ দিয়ে আকর্ষণীয় পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ থাকছেই। সবথেকে বড় কথা আপনি এখানে সমমনা শাওমি ফ্যানদের সাথে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠতে পারবেন।