What is 32 and 64 bit and its difference. Let's Explore!
আসসালামু আলাইকুম,
দেশের সর্ববৃহৎ টেক প্লাটফর্মে আপনাকে স্বাগতম। আমরা যারা কম্পিউটার বা ল্যাপটপ এর সাথে কম বেশি যুক্ত তারা সকলেই এই দুটি নাম খুব বেশি শুনে থাকি। 32 বিট ও 64 বিট কী? এই নিয়ে তেমন কোনো ধারণা কিন্তু আমাদের জানা নেই। কিন্তু আমরা প্রায় সকল সময় এই কথা দুটি ব্যাবহার করে থাকি। তাই আজ আমরা জানবো 32 বিট 64 বিট কী ?এবং এর পার্থক্য।
32 বিট কী ?
এভাবে যদি আমরা 32 পর্যন্ত যাই তাহলে 32 বিটের প্রসেসর (Processor) মানে হচ্ছে 2^32=4294967296. এখানে যে সংখ্যা টা দাঁড়ায় তা হলো প্রায় চার বিলিয়নের মত। আর এই চার বিলিয়নকে যদি আমরা গিগাবাইটে কনভার্ট করি তাহলে, সেটা চার গিগাবাইট অর্থ্যাৎ চার জিবি। সো 32 বিটের প্রসেসরে চার জিবি পর্যন্ত মেমরি বা র্যাম সাপোর্ট করে। 32 বিটের প্রসেসরে বা অপারেটিং সিস্টেমে যদি আপনি চার জিবির উপরে কোন র্যাম অ্যাড করেন, তাহলে সেই র্যাম টা ব্যবহার হবে না। মানে হল, 32 বিট অপারেটিং সিস্টেম (Operating System) বা প্রসেসরের মধ্যে শুধু মাত্র চার জিবি পর্যন্ত র্যাম ব্যবহার করা যাবে। এর বেশি ব্যবহার করা যাবে না।
64 বিট কী ?
আর 64 বিট এর কথা যদি বলি তাহলে এর মেমরি লোকেশনের নাম্বার টাকে কনভার্ট করতে হবে। অর্থ্যাৎ 2^64=18446744073709551616 এত বড় লম্বা সংখ্যা দাঁড়ায়। আর এই টাকে যদি আমরা গিগাবাইটে কনভার্ট করি তাহলে, গিগাবিট ও অনেক বড় হয়ে যায়। সেই জন্য আমরা এটাকে এক্সাবাইটে কনভার্ট করব। অর্থ্যাৎ 16 ExaByte হবে। আর 16 Exabyte= 17179869184 GB বা গিগাবাইট। তাহলে বলা যায় যে, এই 16 এক্সাবাইট র্যাম ব্যবহার করা যাবে ৬৪ বিটের প্রসেসরে (Processor) বা অপারেটিং সিস্টেমে (Operating System)। কিন্তু এত বড় র্যাম এখনো আবিষ্কার হয় নি। আর কবে হবে সেটাও বলা মুশকিল।
32 বিট ও 64 বিট প্রসেসর এর মধ্যে পার্থক্য
সহজ কথায় বলতে গেলে, 64-bit প্রসেসর, 32-bit প্রসেসরের চেয়ে বেশি সক্ষম। আজকাল প্রায় সমস্ত computer processor 64-বিট হয়ে থাকে । চলুন জেনে নিই 32-bit এবং 64-বিট প্রসেসর এর মধ্যে পার্থক্য কী।
- 32-bit এর তুলনায় 64-bit processor কোন কাজ করার জন্য command issues করে তখন processor প্রতি সেকেন্ডে অনেক বেশি ইনফর্মেশন ডেলিভার করতে পারে।
- 64-bit একবারে আরও ডেটা পরিচালনা করতে পারে।
- 32 বিট এর চেয়ে 64 বিটে উইন্ডোজের নিরাপত্তা ব্যবস্থা বেশি সক্রিয়, বিশেষ করে 64 বিটে Kernel Patch Protection অনেক বেশি শক্তিশালী হয়।
- 64 বিট systemএ ডিজিটাল সাইন ছাড়া কোন driver install করা যায় না। এতে সুবিধা হল ইনস্টল করা ড্রাইভার দ্বারা সিস্টেম যদি আক্রান্ত হয় বা ভাইরাস যদি সিস্টেমের কোন চেঞ্জ করতে চায় তাহলে OS তৎক্ষণাৎ ধরে ফেলে
- একটি 64-bit processor অনেক বেশি memory address সহ computational values store করতে সক্ষম। অর্থাৎএকটি 64-bit processor একটি 32-bit প্রসেসরের তুলনায় চার বিলিয়নেরও বেশি physical memory, access করতে সক্ষম।
- 32-bit প্রসেসরগুলি সীমিত পরিমাণে RAM ( 32-bit windows , 4 GB বা তার চেয়ে কম) পরিচালনা করতে সক্ষম এবং 64-bit প্রসেসর আরও অনেক বেশি ( 18.45 Exabyte ) ব্যবহার করতে সক্ষম।
তো এই হল 32 বিট 64 বিট কী ?এবং এর পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন তবুও থ্রেড সম্পর্কে কোন ধরনের প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি (অ্যাডমিন) Nahid ভাই এবং (সিনিয়র সুপার মডারেটর) rayhanh ভাইয়ের প্রতি।
✪ আরও পড়ুনঃ
- Top 10 YouTube Vanced alternatives for Android
- What is digital marketing? Know the very details now.
- What is Non-Fungible Token (NFT) - Let's Explore
✪ শাওমি কমিউনিটি বাংলাদেশ কী?
শাওমির অফিসিয়াল ফোরাম শাওমি কমিউনিটি বাংলাদেশ দেশের সর্ববৃহৎ টেক কমিউনিটি। শাওমি বাংলাদেশের সকল ধরণের অফিসিয়াল আপডেট এখানে শেয়ার করা হয়। এখানে শাওমি ফ্যানরা বিভিন্ন ধরণের টিপস, শাওমি ফোনে তোলা দারুণ সব ছবি, এক্সক্লুসিভ থিমসহ অনেক কিছুই শেয়ার করে থাকেন। এসবের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কিংবা ইভেন্টে যোগ দিয়ে আকর্ষণীয় পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ থাকছেই। সবথেকে বড় কথা আপনি এখানে সমমনা শাওমি ফ্যানদের সাথে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠতে পারবেন।
✪ আমাদের সোশ্যাল নেটওয়ার্কঃ