0
12
12
RedmiBook 15/Pro

What is a graphics card? How does it work? Let's Explore!

2022-12-25 15:17:47 103

আসসালামু আলাইকুম,
প্রিয় শাওমি ফ্রেন্ডস,দেশের সর্ববৃহৎ টেক কমিউনিটি শাওমি কমিউনিটি বাংলাদেশ ডিভাইস টিম এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। আচ্ছা আমরা কিন্তু অনেকেই গ্রাফিক্স কার্ড নামটা শুনেছি, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের জন্য গ্রাফিক্স কার্ড কিন্তু গুরুত্বপূর্ণ। তো আজকের থ্রেডে আলোচনা করব গ্রাফিক্স কার্ড কি ? এটি কীভাবে কাজ  করে ? এবং এর ব্যবহার।

গ্রাফিক্স কার্ড কি ?
মূলত কম্পিউটারের বাইনারী কোডগুলোকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে মনিটরে পাঠায় এবং মনিটর তা প্রদর্শন করে থাকে। সহজভাবে বললে, আমরা আমাদের কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল স্ক্রিনে যে ফটো ভিডিও দেখতে পাই সেটা দেখাই গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড কম্পিউটারের মাদারবোর্ড এর সঙ্গে সংযুক্ত থাকে এবং যে কোন ফটো ভিডিও কে খুব সুন্দর ভাবে উপস্থাপন করে।এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা তো আমার কম্পিউটার বা ল্যাপটপ গ্রাফিক্স কার্ড লাগায় নি কিন্তু আমরা ফটো বা ভিডিও কি করে দেখতে পাই তো বন্ধুরা এরকম সাধারণ কাজ করার জন্য কম্পিউটারে বিল্ট-ইন গ্রাফিক্স কার্ড লাগানো থাকে। আর যদি আপনি কম্পিউটারে ভালোভাবে গেম খেলতে চান বা ভিডিও এডিটিং করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে গ্রাফিক্স কার্ড লাগানোর প্রয়োজন পড়ে।

গ্রাফিক্সকার্ড কিভাবে কাজ করে?
আমরা যখন মোবাইলে ল্যাপটপে বা কম্পিউটারে 720 তে ভিডিও দেখি তখন কিন্তু সেটার মধ্যে 1 মিলিয়ন পিক্সেল থাকে আর যখন 4k ভিডিও দেখি তখন কিন্তু সেলের মধ্যে প্রায় 8 মিলিয়ন পিক্সেল থাকে।এই অসংখ্য পিক্সেল কে রেন্ডার করে তার কালার তার ব্রাইটনেস সব কিছু শো করে হচ্ছে গ্রাফিক্স কার্ড্রাফিক্স কার্ডে প্রায় হাজার থেকে চার হাজার কোর থাকে সেগুলো একসাথে প্যারালাল ভবে কাজ করে। ধরুন আমি একটা গেম খেলছি আমি রাস্তা দিয়ে হাটছি সেখানে আমার গেম ক্যারেক্টারের চুলটা ঠিক করবে আর একটা কোর, সেখানে আমার জামা কাপড় গুলো ঠিক করবে আর একটা কোর সেখানকার গাছপালার চারপাশের কালারটা ঠিক করবে আর একটা কোর অর্থাৎ পরের কাজগুলো করার জন্য বিভিন্ন কোর ভাগ হয়ে প্যারালাল কম্পিউটিং মাধ্যমে শো করে গ্রাফিক্স কার্ড।

গ্রাফিক্স কার্ডের ব্যবহার
মূলত যে সকল কাজে খুব নিখুঁত পিক্সেল পার্ফেক্ট পিকচার মনিটরের আউটপুটে দেখা প্রয়োজন হয়, সে সকল কাজ করার জন্য ব্যবহৃত পিসিতে অবশ্যই ভালোমানে একটা এক্সর্টা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে হয়।সাধারণত হাই গ্রাফিক্সের গেমগুলো স্মুথলি মনিটরে দেখানোর জন্য, এছাড়াও গ্রাফিক্স ডিজাইনারদের সফটওয়্যার ও কালার কারেকশন ভিডিও ইডিটরদের শটটাইম রেন্ডারিং ছাড়াও বিভিন্ন এনিমেশন জাতীয় কাজে গ্রাফিক্স কার্ড অনেক বেশি ব্যবরয়োজন ।

আশা করি আপনারা গ্রাফিক্স কার্ড সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারলেন । গ্রাফিক্স কার্ড নিয়ে আপনাদের কোন ধরনের প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।


ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি (অ্যাডমিন) Nahid ভাই এবং (সিনিয়র সুপার মডারেটর) rayhanh ভাইয়ের প্রতি।


✪ আরও পড়ুনঃ


✪ শাওমি কমিউনিটি বাংলাদেশ কী?
শাওমির অফিসিয়াল ফোরাম শাওমি কমিউনিটি বাংলাদেশ দেশের সর্ববৃহৎ টেক কমিউনিটি। শাওমি বাংলাদেশের সকল ধরণের অফিসিয়াল আপডেট এখানে শেয়ার করা হয়। এখানে শাওমি ফ্যানরা বিভিন্ন ধরণের টিপস, শাওমি ফোনে তোলা দারুণ সব ছবি, এক্সক্লুসিভ থিমসহ অনেক কিছুই শেয়ার করে থাকেন। এসবের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কিংবা ইভেন্টে যোগ দিয়ে আকর্ষণীয় পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ থাকছেই। সবথেকে বড় কথা আপনি এখানে সমমনা শাওমি ফ্যানদের সাথে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠতে পারবেন।
 
✪ আমাদের সোশ্যাল নেটওয়ার্কঃ

Reply


    Send
    12 Replies
    Loading...