What is computer virus? It's types and names. Let's Explore
আসসালামু আলাইকুম,
প্রিয় শাওমি ফ্রেন্ডস,দেশের সর্ববৃহৎ টেক কমিউনিটি শাওমি কমিউনিটি বাংলাদেশ ডিভাইস টিম এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। আচ্ছা সাধারণত ভাইরাস বলতে আমরা কি বুঝি? ভাইরাস হলো এক প্রকার অতিক্ষুদ্র জৈব অণুজীব যারা জীবিত কোষের ভিতরেই মাত্র বংশবৃদ্ধি করতে পারে। তেমনি কম্পিউটার ভাইরাসের (computer virus) জীবদেহের ভাইরাসের মতোই আচরণ করে থাকে।
কম্পিউটার ভাইরাস গুলি যাতে এক হোস্ট (host machine) থেকে অন্য হোস্টেে (host machine) সহজেই ছড়িয়ে পরতে পারে সেভাবেই ডিজাইন করা থাকে এবং এই ভাইরাস গুলির নিজেদের অনুলিপি ( বা replica ) তৈরি করার ক্ষমতা রয়েছে। ভাইরাস যেমন এক শরীর থেকে অন্য শরীরে ছড়ায়, তেমনই কম্পিউটার ভাইরাসও এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়াতে সক্ষম। চলুন আজ আমরা কম্পিউটার ভাইরাস কি এবং এর প্রকারভেদ সম্পর্কে জানি।
ভাইরাস শব্দটির পূর্ণরূপ
ভাইরাস শব্দটির পূর্ণরূপ হলো– Vital Information Resources Under Seize
কম্পিউটার ভাইরাস কি? । কম্পিউটার ভাইরাস কাকে বলে?
Computer Virus হল একটি সফটওয়্যার প্রোগ্রাম , যা Computer অপারেটিং সিস্টেম এর পদ্ধতিগুলি কে পরিবর্তন এবং তার ক্ষতি করার জন্য ডিজাইন করা হয়েছে।
এই Computer Virus গুলি সাধারনত কোন নথি (Document) বা Program এর যুক্ত হয়ে কম্পিউটার এ প্রবেশ করে।
এবং যখনই সেই ক্ষতিগ্রস্ত প্রোগ্রাম টি কম্পিউটার এর মধ্যে কার্যকর হয় , সাথে সাথে ভাইরাস টি কম্পিউটার এর বিভিন্ন অংশে ছরিয়ে পরে। একটি Computer Virus যে কোন কম্পিউটার সিস্টেম এ অপ্রত্যাশিত এবং ক্ষতিকারক প্রভাব তৈরি করার ক্ষমতা রাখে।
কম্পিউটার ভাইরাস কত প্রকার ও কি কি ?
ইন্টারনেট দুনিয়ায় বহু ধরনের ভাইরাস রয়েছে। এদের উৎস, আক্রমণের কৌশল, লক্ষ্য, ক্ষতির ধরন এর ওপর ভিত্তি করে ভাইরাস কে যে সমস্ত ভাগে ভাগ করা যায় তা হল :
1. Web Scripting Virus
এই ধরণের virus সর্বাধিক প্রচলিত। web scripting virus হল এক ধরনের malware যা web browser এর security অতিক্রম করে কম্পিউটারে ক্ষতিকারক code প্রবেশ করাতে সাহায্য করে।
2. Browser Hijacker Virus
ব্রাউজার হাইজ্যাকার হ’ল একটি ম্যালওয়্যার প্রোগ্রাম যা ব্যবহারকারীর অনুমতি ব্যতীত ওয়েব ব্রাউজার সেটিংস সংশোধন করে এবং ব্যবহারকারীকে হাইজ্যাকার এর ইচ্ছা মত ওয়েবসাইট খুলতে বাদ্ধ করে।
3. Boot Sector Virus
Boot sector virus হল এমন এক ধরনের virus যা floppy diskএর boot sector বা hard diskএর Master Boot Record (MBR) কে ক্ষতিগ্রস্ত করে।
4. Direct Action Virus
Direct action virus সাধারনত কোন .exe বা .com file এর সাথে যুক্ত করা থাকে। যখন এই .exe ফাইল গুলিকে execute করা হয় তখন ভাইরাস টি কম্পিউটার এর মধ্যে ছড়িয়া পরে।
5. Maltipartite Virus
এই computer virusটি খুব দ্রুত ছড়িয়ে পড়া virus গুলির মধ্যে একটি । এই virus গুলি বিভিন্ন ভাবে computer এর মধ্যে থাকা software গুলিকে infect করতে সক্ষম
6. File Infector Virus
বর্তমানে বিদ্যমান virusএর একটি বড় অংশ এই বিভাগের অন্তর্গত। এই computer virus সহজেই একটি computer এর মধ্যে থাকা file কে infect করতে পারে।
7. Network Virus
নেটওয়ার্ক virusটি ইন্টারনেট এবং স্থানীয় নেটওয়ার্ক অঞ্চল (ল্যান) এর মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ধরণের virus গুলির নেটওয়ার্কের কার্যকারিতা হ্রাস করার ক্ষমতা রয়েছে।
8. Encrypted Virus
এটি এমন একটি virus যা কোনও anti-virus program এর জন্যও সনাক্ত করা খুব কঠিন। কারণ এই virusটি এনক্রিপ্টড ম্যালিসিয়াস কোড ব্যবহার করে।
9. Macro Virus
Macro Virus গুলি এমন application এবং softwareকে infected করে যা ম্যাক্রোগুলি ধারণ করে। ম্যাক্রোস একটি স্বয়ংক্রিয় ইনপুট ক্রম যা কীস্ট্রোক বা মাউস ক্রিয়াকলাপগুলিকে সিমুলেট করে।
10. Resident Virus
রেসিডেন্ট virus এমন একটি computer virus যা র্যাম মেমরিতে নিজেকে সঞ্চয় করে এবং অন্যান্য file, program গুলিকে infect করে দেয়। এই virusটি অনেকগুলি কাজ করার ক্ষমতা আছে। Resident virus গুলির সর্বাধিক জনপ্রিয় উদাহরণগুলি হ’ল সিএমজে, মেভ, ম্রক্লুঙ্কি এবং র্যান্ডেক্স।
কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম
এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ক্ষতিকর ১০টি ভাইরাসের তালিকায় ,যথাক্রমে
- মিকেলঅ্যাঞ্জেলো
- স্ট্রম ট্রোজান
- মেলিসা
- মাই ডুম
- পিকাচু
- স্যাসার
- অ্যানা কুর্নিকোভা
- মরিস অ্যান্ড কনসেপ্ট
- আই লাভ ইউ
- স্ল্যামার
- নিমডা
- কনফিকার
এই ছিল কম্পিউটার ভাইরাস কি এর প্রকারভেদ এবং নাম। থ্রেড সম্পর্কে কোন ধরনের প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি (অ্যাডমিন) Nahid ভাই এবং (সিনিয়র সুপার মডারেটর) rayhanh ভাইয়ের প্রতি।
✪ আরও পড়ুনঃ
- Top 10 YouTube Vanced alternatives for Android
- What is digital marketing? Know the very details now.
- What is Non-Fungible Token (NFT) - Let's Explore
✪ শাওমি কমিউনিটি বাংলাদেশ কী?
শাওমির অফিসিয়াল ফোরাম শাওমি কমিউনিটি বাংলাদেশ দেশের সর্ববৃহৎ টেক কমিউনিটি। শাওমি বাংলাদেশের সকল ধরণের অফিসিয়াল আপডেট এখানে শেয়ার করা হয়। এখানে শাওমি ফ্যানরা বিভিন্ন ধরণের টিপস, শাওমি ফোনে তোলা দারুণ সব ছবি, এক্সক্লুসিভ থিমসহ অনেক কিছুই শেয়ার করে থাকেন। এসবের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কিংবা ইভেন্টে যোগ দিয়ে আকর্ষণীয় পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ থাকছেই। সবথেকে বড় কথা আপনি এখানে সমমনা শাওমি ফ্যানদের সাথে প্রাণবন্ত আড্ডায় মেতে উঠতে পারবেন।
✪ আমাদের সোশ্যাল নেটওয়ার্কঃ